রাষ্ট্র বিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে: সালথায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বৈষম্য মুক্ত শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে
জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সরাসরি মতামতের ভিত্তিতে তাদের নেতা বাচাই করতেছি। যারা শিক্ষার্থীদের প্রতিটা যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থী বান্ধব কাজ করবে প্রতিশ্রুতি দেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ফরিদপুরের সালথায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ফরম বিতরণ শেষে এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
নেতারা আরও বলেন, বৈষম্যহীন আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের অবদান এবং জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য দেশের ছাত্রসমাজকে আহবান জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে নিয়ে আসার জন্যই আমাদের এই আয়োজন। রাষ্ট্র বিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করে বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে দৃঢ প্রত্যয় ব্যক্ত করছি।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, যুগ্ন-সম্পাদ রেজোয়ান আহমেদ, কাজী সামচুল হুদা মূন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হায়দার আলী, মাহফুজুর রহমান লিটন, যুগ্ন-সম্পাদক জহুরুল আলম শোভন, আশিকুর রহমান দিপ্ত। সার্বিক তত্বাবধানে ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান খান (কায়েস) ও যুগ্ন-সম্পাদক এসএম রুবেল রানা।
মুলত ছাত্রদের মাঝথেকেই জাতীয়তাবাদী আদর্শের নেতা নির্বাচনে দেশব্যাপী ফরম বিতরণ ও তা সংগ্রহ করছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদের মাঝ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি নির্বাচন করা হবে। যা পরবর্তীতে জাতীয়তাবাদী সকল শক্তিকে আরও মজবুদ ও আদর্শিক করবে।