March 20, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

মুশফিক বিল্লাহ্ জিহাদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সালথায় গণসংবর্ধনা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামি মিডিয়া জগতের উদ্ভাবক মাওলানা আবুল কালাম আযাদ এর কনিষ্ঠ পুত্র মুশফিক বিল্লাহ্ জিহাদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার নিজ এলাকা ফরিদপুরের সালথায় বিশাল গণ সংবর্ধনা দিয়েছে স্থানীয়রা। এলাকাবাসীর আয়োজনে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খারদিয়া মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শাহ্ মোহাম্মদ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব টুলু মিয়ার সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাসার আজাদ, শাহ মুহম্মদ হাবিবুল্রাহ মিয়া, কাজী ইলিয়াস হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল বাসার রুমান, যুবদল নেতা মিরান হুসাইন,উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ ফরিদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুশফিক বিল্লাহ্ জিহাদ বলেন,জীবন থেকে ১৫ বছর চলে গেছে, ছোট দুটি সন্তান রেখে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। তাদের আদর করতে পারি নাই, অনেক মূল্যবান সময় জীবন থেকে চলে গেছে। আমাদের পরিবার কে বিচ্ছিন্ন করা হয়েছে। বড়ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, শেষ দেখাটা দেখতে পারি নাই। আওয়ামীলীগ সরকার কবরটাও এদেশে করতে দেয় নাই। অনেক যন্ত্রণা সহ্য করেছে আমার পরিবার।

তিনি আরও বলেন, আল্লাহ যদি সম্মান দেয়, মানুষ ইচ্ছা কররেও সেই সম্মান নিতে পারে না। ফ্যাসিস্ট সরকার পা ধরে টেনে চেষ্টা করেছে নিচে নামাতে, কিন্তু আল্লাহ আমাদের উপরে টেনে তুলেছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনারা ভালোবেসেছেন, দোয়া করেছেন তাই আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমরা বেচে থাকতে চাই। সমুদ্রের মাঝে থাকলেও একফোটা পানি গায়ে লাগে নাই। আল্লাহ সম্মান বহুগুনে বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ!

উল্লেখ: মাওলানা আবুল কালাম আজাদ এর একমাত্র মেয়ে সামানিয়া জান্নাতি জানান, শুধুমাত্র মওলানা আবুল কালাম আজাদ এর সন্তান ও আত্মীয় হওয়ার কারনে আমাদের জেল জুলুম সহ্য করতে হয়েছে। শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে প্রবাসে পাড়ি জমান। দীর্ঘ এক যুগ পর আমার ছোট ভাই দেশে ফিরে এসেছে। এখন আপনারা দেখেছেন এলাকার মানুষ আমাদের কত ভালোবাসে। দেশবাসীর কাছে আমাদের জন্য দোয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.