পাংশার বিশিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন তালুকদার আর নেই
1 min read
বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামে বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোঃ শামসুদ্দিন তালুকদার (১০০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। শনিবার বিকেলে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৬ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন রবিবার বেলা ১১টায় জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শতবর্ষী শামসুদ্দিন তালুকদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোঃ শামসুদ্দিন তালুকদার সমাজ সেবক, শিক্ষানুরাগী ও পরোপকারী ভাল মনের মানুষ ছিলেন। তিনি সম্মানের সাথে জীবন যাপন করেছেন। সামাজিক ও ব্যবসায়ীক ভাবে তিনি সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। তার সন্তানেরা সমাজে প্রতিষ্ঠিত। শাহ মোঃ শামসুদ্দিন তালুকদারের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ব্যাক্তি পর্যায়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শাহ মোঃ শামসুদ্দিন তালুকদারের পুত্র ফরিদপুরের সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ শাহরিয়ার জামান সাবু সহ পরিবারের সবাই মরহুমের জন্য দোয়া চেয়েছেন।