জয়কালী মিল মাঠে পল্লবী যুব সংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
1 min readসালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় আটঘর ইউনিয়নের জয়কালী গ্রামে অবস্থিত মিল মাঠে পল্লবী যুব সংঘের আয়োজনে এবং মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পল্লবী যুব সংঘ একাদশ বনাম বন্ধু মহল স্পোর্টিং ক্লাব ঢাকা’র সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শক্তিশালী জয়কালী পল্লবী যুব সংঘ একাদশ বনাম বন্ধু মহল স্পোর্টিং ক্লাব, ঢাকা মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে পল্লবী যুব সংঘ একাদশ, সালথা ফরিদপুর জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ শফিকুল ইসলাম (সুফির) নেতৃত্বে এবং মোহাম্মদ তফসির মুন্সী, টিম ম্যানেজার মোহাম্মদ মটু, মোহাম্মদ হাবিব মোল্লা ও প্রণব মিত্র এর সহযোগিতায় দীর্ঘ বছর ধরে জয়কালী মিল মাঠে দেশের বিভিন্ন নামকরা দলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট ও খেলার আয়োজন করা হয়।
জয়কালী মিল মাঠের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম (সুফির) কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এলাকার স্থানীয় সাধারণ জনগণ খুবই ফুটবল প্রেমী, তারা বছর জুড়ে মাঠে অনুষ্ঠিত খেলা উপভোগ করতে মাঠে আসেন এবং শান্তিপূর্ণ ভাবে ফুটবল খেলার আয়োজনে আমাদের সার্বিক সহযোগিতা করেন।
তিনি আরও বলেন, বর্তমানে সমাজে মাদকের কারণে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এলাকার যুব সমাজকে এ-ই মাদক ব্যধি থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প ভালো কিছু নেই। তাই আমি মটু, তফসির, হাবি ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে এই মাঠটি ফুটবল খেলার উপযোগী করে বেশ কয়েক বছর দরে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের ও ফুটবল খেলার আয়োজন করে আসছি, আমাদের এলাকার যুবকের নিয়ে নিজেদের ও একটা শক্তিশালী ফুটবল দল রয়েছে।
আমাদের ফুটবল দলটি দেশের বিভিন্ন স্থানে গিয়ে ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে জয়লাভ করে এলাকার সম্মান বৃদ্ধি করছে।
আমি সকলের নিকট সহযোগিতা কামনা করছি, সকলের সহযোগিতা থাকলে জয়কালী মিল মাঠে আমি আরও অনেক বড়ো -বড়ো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে পারবো এবং এলাকাকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
প্রীতি ফুটবল ম্যাচটির রেফারির দায়িত্ব পালন করেন, রুবেল, এজাজ ও জাহাঙ্গীর এবং সার্বিক সহযোগিতায় ছিলেন, মোহাম্মদ তফসির মুন্সী।