সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল আটক ও চারজনের জরিমানা
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
২০২৪-২০২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন এর আওতায় ফরিদপুরের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে। এছাড়া কারেন্ট জাল বিক্রির দায়ে চারজন কে ১ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদর বাজারে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান বালী। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, সালথা থানা পুলিশের এসআই উত্তম কুমার, মাঠ সহায়ক কর্মী আজিম সরদার, আমির হামজা প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে অভিযান পরিচালনা করে প্রায় ৭০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল আটক করে বিনষ্ট করা হয়েছে। এছাড়াও জাল বিক্রির দায়ে চার জনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও শামুক রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।