October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক এসকেন্দার ও শ্রেষ্ঠ শিক্ষিকা তাছলীমা

1 min read

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৪ প্রদান উপলক্ষে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বা‌চিত হ‌য়ে‌ছেন উপজেলার গট্টি পাটপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ এসকেন্দার আলী এবং শ্রেষ্ঠ সহকারি শিক্ষকা নির্বাচিত হয়েছেন আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাছলীমা সুলতানা। মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) উপজেলা যাচাই বাছাই কমিটি তাদের চুরান্তভাবে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত করেন।

মোঃ এসকেন্দার আলী ছাত্র জীবন থেকেই মেধাবী ও ডানপিঠে ছিলেন, ছাত্র জীবনে মেধা ও সাফল্যের জন্য তিনি ছোট বড় অসংখ্য পুরস্কার লাভ করেন। মানুষ গড়ার সেবায় ব্রত হয়ে ২০০৯ সালে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন এবং ২০১৫ সালে গট্টি পাটপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। প্রথমবারের মত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে মোঃ এসকেন্দার আলী বলেন, সৃষ্টিকর্তার দরবারে লখো কোটি শুকরিয়া। আমি সেরা হওয়ার জন্য শিক্ষাকতা করি না। আমি নিজের দায়িত্ব ও কর্তব্য থেকেই এই মহান পেশায় নিযুক্ত আছি। সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

গট্টি পাটপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানম বলেন, শিক্ষক হিসেবে তিনি সকল শিক্ষার্থীদের কাছে প্রিয় এবং সহকর্মী হিসিবে তিনি খুবই আন্তরিক। তিনি নিয়মিত যথা সময়ে বিদ্যালয়ে আসেন। সবার সাথে তার সুসম্পর্ক রয়েছে। উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই এবং তার জন্য সব সময় শুভ কামনা করছি।

তাছলীমা সুলতানা ছোট বেলা থেকেই মেধাবী ছিলেন। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি সাফল্যের সাথে এগিয়ে গিয়েছেন। তাছলীমা সুলতানা ২০০৭ সালে শিক্ষাকতা পেশায় যোগদান করেন এবং ২০১৯ সালে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষকা নির্বাচিত হওয়ায় তিনি নির্বাচক কমিটি, সকল সহকর্মী, অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ গোলাম মোস্তফা বলেন, তাছলীমা আক্তার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়া আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা, দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। উপজেলা যাচাই বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই এবং আমরা তার সার্বিক সাফল্য কামনা করছি।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাইনুল ইসলাম বলেন, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকা নির্বাচিত হওয়ায় এদের কে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করায় কর্তৃপক্ষেকে ধন্যবাদ জানাই এবং নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই অর্জন তাদের পেশগত কর্মকান্ডকে আরও গতিশীল করবে। আমি সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

সালথা উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান বলেন, স্কুলের সার্বিক উন্নয়ন, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ নির্বািচত হয়েছেন সবাইকে অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.