সালথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি ও দোয়া মাহফিল
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
স্বৈরাচার সরকারের পতন ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফরিদপুরের সালথায় বিজয় র্যালি ও দোয়া মাহফিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। “দেশে সাম্প্রদায়িক ও রাজনৈতিক শান্তি বজায়ের বার্তা নিয়ে আমরা” এই শ্লোগান কে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সালথা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৯ আগষ্ট) জুময়ার নামাজের পর দোয়া মাহফিল শেষে বিজয় র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে গিয়ে শেষ হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সালথা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মাহাতাব মুন্সির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সমন্বয়ক হাসিবুল হাসান, হামিদ মিয়া, শামিম হাসান, ফয়সাল খান, আল-আমিন খান, আসিকুর রহমান, মিলন সিকদার, হোসাইন মিয়া, রিফাদ বীন ইলিয়াস প্রমূখ। এছাড়াও সহ-সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সালথা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মাহাতাব মুন্সি এসময় বলেন, আমাদের সংস্থার নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় আজ সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে, এবং জু্ম্মার নামাজের পর শহীদদের জন্য দোয়া মাহফিল এবং সাম্প্রদায়িক ও রাজনৈতিক শান্তি বজায়ের বার্তা নিয়ে র্যালি বের করা হয়।
তিনি আরও বলেন, নতুন এলোমেলো বিশৃঙ্খল এই দেশকে সুন্দর পরিপাটি আধুনিক, দূর্নীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজকে সারা দুনিয়ায় দৃষ্টান্ত -উদাহরণ তৈরি করতে হবে। আমরা ছাত্র আমাদের সর্বোচ্চ আন্তরিকতা এবং দুরদর্শি পদক্ষেপে আমরা বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধিশালী দেশ হিসাবে গড়ে তুলবো। আমরা সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।