আনন্দ উল্লাস শেষে সালথায় বিএনপির সংক্ষিপ্ত সভা
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যহতি নিয়ে দেশ ত্যাগ করায় বিজয় ও আনন্দ উল্লাস করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিজয় উল্লাস শেষে উপজেলা বিএনপি এর আয়োজনে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে সালথা সদরের বাইপাস সড়কে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মো. এজাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, ইসরাইল হোসেন, কালাম বিশ্বাস, বালাম হোসেন, ছাত্রদল নেতা, মো. সাইফুল ইসলাম, মো. রাজ মোল্লা প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আজ আমাদের আনন্দের দিন, আমাদের বিজয়ের দিন। আমরা সকলেই মিলে সচেতন ও সাংগঠনিক ভাবে কাজ করব। আমরা নম্র, ভদ্র, শান্তি ও শৃঙ্খলা ভাবে দল পরিচালনা করব। সবার প্রতি অনুরোধ রাখবো দেশের অসহায় খ্রিস্টান মুসলিম বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে কোন প্রকার হামলা হতে দেওয়া যাবে না। আমারা যার যার অবস্থান থেকে তাদের জানমাল রক্ষা করব।