সালথায় দরিদ্র জেলে ও মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ২০২৩-২০২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে ও মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ জুন) বেলা ১০টার দিকে উপজেলা মৎস্য দপ্তর সালথা এর বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে এই সমস্ত ছাগল বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০ টি ছাগল, ২০টি খোয়াড়, খাবার, কৃমিনাশক ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।
দরিদ্র জেলে ও মৎস্যজীবীদের মাঝে ছাগল তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শাহরিয়ার জামান শাবু, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, বাকি বিল্লাহ প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।