নগরকান্দা-সালথা বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাজী আব্দুস সোবহান
1 min readবিশেষ প্রতিনিধিঃ
নগরকান্দা-সালথা (ফরিদপুর-২ আসন) বাসিকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা, রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান।
এক শুভেচ্ছা বার্তায় কাজী আব্দুস সোবহান বলেন, ত্যাগের মহিমায় কেটে যাক সকলের ঈদ, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে এবং আমার প্রিয় নগরকান্দা ও সালথা বাসিকে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক। দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে আসুন আমরা সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবাুর রহমান আমাদের যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমি ও আমার প্রিয় সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই। সকলেই মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া করবেন।