নগরকান্দায় মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করলেন কাজী আব্দুস সোবহান
1 min read
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবিলীগের ফরিদপুর জেলা সভাপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি কাজী আব্দুস সোবহান উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি সম্মিলিত দারুল হাবীব (সঃ) মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করেছেন।
বুধবার দুপুরে উক্ত মাদ্রাসা মাঠে কাইচাইল ইউনিয়ন মৎস্য জীবীলীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নগদ অর্থ প্রদান করেন কাজী আব্দুস সোবহান।
উপজেলা মৎস্য জীবিলীগের যুগ্ন- আহ্বায়ক মিজানুর রহমান তালুকদারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ জাহিদ, মাদ্রাসা কমিটির সভাপতি হাজী আবু বকর মাতুব্বর, পরিচালক মাওলানা মহিউদ্দিন খান, পুরাপাড়া ইউনিয়ন মৎস্য জীবিলীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম খান, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান তানভীর, মৎস্য জীবিলীগ নেতা কাজী রাজু, কাজী সুমন প্রমুখ। এসময় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ কর্মী সভায় কয়েক হাজার নেতা কর্মী এসময় উপস্থিত হয়ে ছিলো।