ফরিদপুরে কুমার নদী হতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরে কুমার নদী হতে অজ্ঞাত এক বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে সোমবার দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানাধীন বিল মামুদপুর উচ্চ বিদ্যালয় এর পশ্চিম পাশে কুমার নদীর পাশে নদীতে নির্মানাধীন ব্রিজ এর নিকট হতে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশ দেখে স্থানীয় জনগণ ফরিদপুর ফায়ার সার্ভিস কে সংবাদ দেয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত নামা পুরুষ (৫৫) এর লাশ কুমার নদী হইতে উদ্ধার করে।
কোতয়ালী থানার এসআই মোঃসিরাজুল ইসলাম, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
পরিচয় শনাক্তে পিবিআই ফরিদপুর ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ফরিদপুর ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত বিষয়ে পুলিশী তদন্ত অব্যাহত আছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে ।