November 8, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সালথায় জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

1 min read

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরের সালথায় জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সন্ধ্যায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় জাকের পার্টির সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়া।

সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি আবুল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সোনা মিয়া,কোষাধ্যক্ষ আয়ুব মোল্লা, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আবুল বাসার, সদস্য মতিউর রহমান কাজল প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) হুজুর কেবলাজান এর আদর্শের পার্টি। জাকের পার্টি শান্তির পার্টি। জাকের পার্টি মানবকল্যাণের পার্টি।

তিনি আরো বলেন, জাকের পার্টি মারামারী-হানাহানি পছন্দ করে না। জাকের পার্টি সব সময় মানবকল্যাণে কাজ করে আসছেন। তিনি উপস্থিত জাকের পার্টির নেতাকর্মীদের জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের হুকুমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.