সালথায় উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসন সালথার আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় উপজেলার ৮ ইউনিয়নের ৮টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (৯ জুন) বিকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন মাতুব্বর, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান সাইন,যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কাদের মিয়া, মোঃ আক্কাস আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান জাহিদ।
খেলার উদ্বোধনী ম্যাচে মাঝারদিয়া ইউনিয়ন একাদশ বনাম গট্টি ইউনিয়ন একাদশ এবং অপরদিকে বল্লভদী ইউনিয়ন একাদশ বনাম যদুনন্দী ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন। যথাক্রমে মাঝারদিয়া ও বল্লভদী ইউনিয়ন জয়লাভ করে।