January 23, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় শিক্ষার্থী‌দের মা‌ঝে এম‌পি লাবু চৌধুরীর ল‌্যাপটপ ও ট‌্যাব বিতরন

1 min read

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফরিদপু‌রের সালথা উপ‌জেলায় পইি‌‌ডি‌বি-৪ প্রক‌ল্পের আওতায় ৫৬টি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে ৫৬ টি ল‌্যাপটপ ও বাংলা‌দেশ প‌রিশংখ‌্যান ব‌্যু‌রোর উ‌দ্যো‌গে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উপহার হি‌সে‌বে মাধ‌্যমিক পর্যা‌য়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী‌দের স্মার্ট নাগ‌রিক গঠ‌নে জনশুমা‌রি ও গৃহগণনা ২০২২ প্রক‌ল্পে ব‌্যবহৃত ১৫‌টি মাধ‌্যমিক বিদ‌্যালয়, ৭‌টি দা‌খিল মাদ্রাসা ও এক‌টি টে‌কনিক‌্যাল স্কু‌লের মোট ২০৭ জন শিক্ষার্থী‌দের মা‌ঝে ২০৭‌টি ট‌্যাব বিতরণ ক‌রে‌ছেন ডাক, টে‌লি‌যোগা‌যোগ ও তথ‌্যপ্রযু‌ক্তি মন্ত্রণালয়ের স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ও ফ‌রিদপুর-২ আস‌নের সংসদ সদস‌্য শাহাদাব আকবর চৌধুরী লাবু।

উপ‌জেলা শিক্ষা অ‌ফিস ও উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা অ‌ফি‌সের আ‌য়োজ‌নে শ‌নিবার (৩ জুন) বেলা ১১টার দি‌কে জেলা প‌রিষদ মা‌ল্টিপারপাস হল রু‌মে এই ল‌্যাপটপ ও ট‌্যাপ বিতরণ করা হয়। সালথা উপ‌জেলা‌ে নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হি‌নের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা‌ পরিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী, এমপি লাবু চৌধুরীর ব্যক্তিগত সহকারী বেনজির আহমেদ রায়হান।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ দে‌লোয়ার হো‌সেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফ‌কির মিয়া, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার আ‌তিকুর রহমান, মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার বিনয় চাকী, উপ‌জেলা পরিসংখ‌্যান অ‌ফিসার মুহাম্মদ রুহুল আমীন, ‌সোনাপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু মোল‌্যা, গ‌ট্টি ইউ‌পি চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাবলু, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌ি‌মি‌তির সভাপ‌তি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক জা‌হিদুর রহমান প্রমূখ। অনুষ্টান‌টি সঞ্চালনা ক‌রেন সহকারী উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।

প্রধান অ‌তি‌থির ব‌ক্তে‌ব্যে ডাক, টে‌লি‌যোগা‌যোগ ও তথ‌্যপ্রযু‌ক্তি মন্ত্রণালয়ের স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ও ফ‌রিদপুর-২ আস‌নের সংসদ সদস‌্য শাহাদাব আকবর চৌধুরী লাবু প্রাথ‌মিক ও শিক্ষাক্ষে‌ত্রে বর্তমান সরকা‌রের বি‌ভিন্ন উন্নয়ন কর্মকান্ড তু‌লে ধ‌রেন। তি‌নি ব‌লেন, বর্তমান আওয়ামীলীগ সরকার বি‌শ্বের সা‌থে চ‌্যলেঞ্জ ক‌রে নিজ অর্থায়‌নে পদ্মা‌সেতু নির্মাণ ক‌রে‌ছে। পদ্মাসেতু আজ আমা‌দের গ‌র্বের জায়গা। বাংলা‌দেশ ও জনগ‌ণের উন্নয়‌নের জন‌্য জন‌নেত্রী শেখ হা‌সিনা কে পুনরায় ভোট দিন। শিক্ষার্থীদের উ‌দ্দে‌শ্যে লাবু চৌধুরী ব‌লেন, তোমরা সাম‌নে আমা‌দের নেতৃত্বব দি‌বে, তোমা‌দের লেখাপড়ার কোন বিকল্প নাই। স্মার্ট বাংলা‌দেশ গঠ‌নে তোমা‌দের বিকল্প নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.