সালথায় মরহুম বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামানের বাড়িতে বিএনপি নেত্রী শামা ওবায়েদ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ, অবিভক্ত নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউজ্জামান মোল্লা (৮৫) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
মরহুম বিএনপি নেতা মো বদিউজ্জামান মোল্লার কবর জিয়ারত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিঙ্কু)। শুক্রবার (২৭মে) বেলা ১২ টার দিকে বিএনপির এই নেত্রী মরহুম নেতার বাড়িতে যান তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং মরহুমের কবর জিয়ারত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মনিরুজ্জামান মোল্যা, মোঃ হুমায়ুন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, শাহিন মাতুব্বর, এ্যাডঃ লাভলু, মোঃ শাহিনুর রহমান শাহিন, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমূখ। এছাড়া বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্যেখ, বার্ধক্য জনিত কারণে বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর মোন্তার মোড় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।