সালথায় বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মোল্যার ইন্তেকাল ও দাফন সম্পন্ন
1 min readসালথা ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ, অবিভক্ত নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউজ্জামান মোল্লা ইন্তেকাল করিয়াছেন (ইন্না – – – রাজিউন)। তিনি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্যার পিতা এবং বর্তমান চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যার চাচা।
বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর মোন্তার মোড় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মোল্যা কে এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মরহুম বদিউজ্জামান মোল্যার জানাযার নামাজে উপস্থিত থেকে তার রুহের মাগফেরাত কামনা করেন, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া।
আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, যুবলীগ নেতা বাদল হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজার হাজার ধর্মপ্রাণ মুমিন মুসলমান। জানাযা নামাজ পরিচালনা করেন, বিশিষ্ট ওয়াজি ইয়াহিয়া মাহমুদ।