প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সালথায় আ:লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সালথায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে সোমবার (২২ মে) বিকেলে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সদর বাজারের বটতলা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, চৌধুরী সাব্বির আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ সহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।