সালথায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে উদ্ধোধনী অনুষ্ঠান, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন সালথা ও উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে সোমবার (২২ মে) বেলা ১১টার দিকে উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপস্থিত উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, মৎস্য অফিসার রাজিব রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা থানা পুলিশের এসআই তন্ময় চক্রবর্তী, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার মাতুব্বর, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন, আলোচনা সভাটি সঞ্চালনা করে উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তারা স্মার্ট ভূমিসেবা ও ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা সম্পর্কে আলোচনা করেন, পাশাপাশি স্মার্ট ভূমি সেবায় সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান। আলোচনা সভায় প্রশ্নত্তোরের মাধ্যমে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। এছাড়াও ভূমিসেবার যেকোন তথ্য ও সেবা গ্রহনের জন্য সরাসরি উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।