বিভাজন নয় এখন সময় দল গোছানোর: সালথায় মেজর (অবঃ) আতমা হালিম
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর-২ আসনের চলমান আওয়ামীলীগের উত্তেজনা নিয়ে মতামত দিয়েছেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মেজর (অবঃ) আতমা হালিম (দুলু)।
সম্প্রতি নগরকান্দায় আওয়ামীলীগের দু-পক্ষের কোন্দল ও বিভিন্ন এলাকার সহিংস পরিস্থিতি নিয়ে তিনি এই মতামত প্রকাশ করেন। ২১ মে রবিবার সারাদিন তিনি ফরিদপুরের সালথা সদরের বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ও লিফলেট বিতরণ করেন। এর আগে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া জুগিডাঙ্গায় নির্মানাধিন মসজিদে নগদ অর্থ সহায়তা করেন।
উপজেলা সালথা সদর বাজারের হারেজ সুপার মার্কেটে বিকালে এক মতবিনিময় সভায় মেজর (অবঃ) আতমা হালিম বলেন, আসন্ন সংসদ নির্বাচন খুব বেশি দুরে নয়, এখন বিভাজনের সময় না এখন সময় দল গোছানোর। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালি করি। নির্বাচনের জন্য প্রস্তুতি নেই। আওয়ামীলীগের মধ্যে কোন বিভাজন নয়, কেউ যেন বিভাজন তৈরী করতে না পারে সেদিকে দৃষ্টি রাখবেন। বর্তমান সরকার যে উন্নয়ন করে তা ঘরে ঘরে পৌছে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (লুলু), রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন,
আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, যুবলীগ নেতা রাসেল খাঁন প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।