প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সালথায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইশারত হোসেনের আয়োজনে বুধবার বিকালে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ ভবনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইশারত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কবির হোসেন, নাছির হোসেন, মানু মোল্যা, সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া বেগম, মীর ফয়েজ আলী, শাফায়েত তালুকদার প্রমূখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।