চিত্রনায়ক ফারুকের জানাযায় শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক এর জানাযা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ গুলশান আজাদ মসজিদে ১৬ মে বাদ আসর মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্ত ও গুনিজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহন করে। চিত্রনায়ক ফারুকের জানাযায় আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা অংশগ্রহন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
জানাযায়, আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি পক্ষে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ও আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান, মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক, উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মেজর (অবঃ) আতমা হালিম (দুলু)। মামুন মজুমদার, মেজর মহসিন শিকদার, ডঃ ইদ্রীস আলী, অ্যাডঃ ওবায়দুল হক, নূরুল আজাদ, অ্যাডঃ নূর, ডঃ সেলিম, জনাব খোকন, আরিফ রোহান, বাপ্পী, লেঃ কর্ণেল রমজান আলী (অবঃ) প্রমুখ ।
মেজর (অবঃ) আতমা হালিম (দুলু) জানান, কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক ভাই একজন নিবেদিত প্রাণ আওয়ামীলীগ নেতা ছিলেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আপনারা সবাই ফারুক ভাইয়ের জন্য দোয়া করবেন।