নগরকান্দায় ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু আহত- ৩
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় ভিমরুলের কামড়ে বাবুল বিশ্বাস (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো তিনজন।
নিহত বাবুল বিশ্বাস ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর গ্রামের তাকুব্বর বিশ্বাসের ছেলে।
সে তার শালিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামে তার শশুর ছালাম বেপারীর বাড়িতে আসে।
বিয়ের দিন শালীকার সাথে শালীকার শ্বশুরবাড়ি নগরকান্দা উপজেলার মজলিসপুর গ্রামে বেড়াতে যায়।
১৪ মে রোববার সকালে সেখান থেকে নগরকান্দা বাজারে এসে বাজার করে ভ্যানে চড়ে মজলিসপুর যাওয়ার পথে বনগ্রাম নামক স্থানে পৌছালে ভিমরুলের আক্রমণে বাবুল বিশ্বাসসহ চারজন আহত হয়।
স্থানীয়রা বাবুল বিশ্বাস ও রাকিব মাতুব্বরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষনা করে। রাকিব মাতুব্বর হাসপাতালে ভর্তি রয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ভিমরুলের কামড়ে বাবুল বিশ্বাসের মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনরা জানান।
নিহতের দশ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন জানান।