March 20, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

দক্ষিন বঙ্গের বর্ষীয়ান আলেম জহুরুল হকের ই‌ন্তেকাল: জানাযায় মানু‌ষের ঢল

1 min read

সালথা ফরিদপুর) প্রতিনিধি:

দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম, ফরিদপুরের সালথার ঐতিহ‌্যবাহী পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল হক (দ:বা:) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ মাদরাসায় তিনি ইন্তেকাল করেন। বৃহস্প‌তিবার বাদ যোহর পুরুড়া মাদ্রাসা ময়দা‌নে জানাযা শে‌ষে অত্র মাদ্রাসার দ‌ক্ষিন পা‌শে তা‌কে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রবীন এই আলেম ফরিদপুর জেলা হেফাজত ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি স্বাধীনতার পর ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও ফরিদপুরের আলেম সমাজে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাযায় অংশ নি‌তে ও হুজুর‌কে একনজর দেখার জন‌্য মানু‌ষের ঢল না‌মে।

ঐ‌তিহ‌্যবাহী পুরুড়া মাদ্রাসার মোহতা‌মিম মওলানা জহুরুল হকের মৃত‌্যুর পর তার বড় ছে‌লে মাওলানা নিজামু‌দ্দিন কে পুরুড়া মাদ্রাসার পরব‌র্তী মোহতা‌মিম ‌নির্বা‌চিত ক‌রেন জানাযায় অংশ নেওয়া বি‌শিষ্ট আ‌লেমগণ। মওলানা নিজামু‌দ্দি‌নের নি‌র্দেশনায় জানাযা পড়ান বা‌হির‌দিয়া মাদ্রাসার মোহতা‌মিম মাওলানা আশরাফ আলী।

মরহুমের জানাজায়, বি‌শিষ্ট শিল্পপ‌তি, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফ‌রিদপুর জেলা আওয়ামীলী‌গের উপ‌দেষ্টা সদস‌্য মেজর (অবঃ) আতমা হালিম দুলু, ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, বি‌শিষ্ট ওয়া‌জি ইয়া‌হিয়া মাহমুদ অংশগ্রহন ক‌রেন।

এছাড়াও সালথা উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান ও‌হিদুজ্জামান মোল‌্যা, সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান আশরাফ আলী লিঠু, মুফ‌তি মুস্তা‌ফিজুর রহমান সহ অগণিত আলেম-ওলামা ও হাজার হাজার ধর্মপ্রান মুমিন-মুসলমান অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.