ফরিদপুরে মানবাধিকার কমিশন সালথার নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময়
1 min read![](https://sodeshtribune.com/wp-content/uploads/2023/05/20230505_222353-1024x659.jpg)
ফরিদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন সালথা উপজেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা উপজেলা মানবাধিকার কমিশন এর আয়োজনে শুক্রবার (৫ মে) বিকাল ৪ টায় ফরিদপুর জেলা আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এই কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সালথা উপজেলা শাখার সভাপতি এইচ,এম আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মানবাধিকার কমিশনের আঞ্চলিক সমন্বয়কারী ও নির্বাহী সভাপতি আহাম্মাদুল বারী (বাবুল)।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সালথা উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল বাশার, বিডি২৪লাইভ.কম এর জেলা প্রতিনিধি এহসানুল হক প্রমূখ। এছাড়াও নব গঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সালথা উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ সাজ্জাদ হোসেন, সার্বিক সহযোগিতায় ছিলেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, , সৎ উপার্জিত আয়ের একটি অংশ অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষের মাঝে ব্যয় করতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তির বাণী প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, পাশাপাশি মানুষের সমমর্যাদা সার্বজনীন মৌলিক অধিকার সমূহ ও আইনের শাসন দ্বারা সংরক্ষিত করা উচিৎ।
আরো বলেন, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নের নিমিত্তে যে ৩৩টি ধারা তার বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যেতে হবে। স্থানীয় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সচেষ্ট ভূমিকা রাখবে এ সংগঠন। অত্র উপজেলার কার্যক্রম গতিশীল ও অব্যাহত রাখতে নিয়ে গঠিত নতুন প্রস্তাবিত কমিটির যা সবর্বসম্মতিক্রমে গৃহীত হয়।