নগরকান্দায় থানা পরিদর্শন ও বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করলেন জেলা প্রশাসক
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় থানা পরিদর্শন ও বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
রোববার দুপুরে প্রথমে থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
থানায় চত্বরে প্রবেশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অস্রাগারসহ থানার সকল কক্ষ ঘুরিয়ে দেখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, ভাইস চেয়ারম্যান শেখ চুন্নু, থানার সকল অফিসার বৃন্দ।
দৈনিক খোলাচোখ পত্রিকার পক্ষ থেকে দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা।
এরপর পোড়াদিয়া সৈয়াদ আলী খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা , মিরাকান্দায় উঠান বৈঠক, আশ্রায়ণ প্রকল্ল পরিদর্শন, গাছের চারা বিতরণ, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দুইমাস ব্যাপী প্রশিক্ষানার্থীদের মাঝে সনদ বিতরণ, স্মার্ট কার্ড বিতরণ, সমাজসেবা চেক বিতরণ, নলকূপ বিতরণ, খাদ্য বিভাগের খাদ্য বিতরণ, পৌরসভা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহানসহ সংশ্লিষ্ট কতৃপক্ষ উপস্থিত ছিলেন।