দুই ভাইয়ের দ্বন্দ্বে ভাবীকে মারপিট, অভিমানে বিষপান
শফিকুল খান জনিঃ
ফরিদপুরের সদরপুরে দুই ভাইয়ের দ্বন্দ্বে বড় ভাইয়ের স্ত্রীকে মারপিটের ঘটনা ঘটেছে। এতে অভিমান করে ভাবির বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর অবস্থায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাযায়, উপজেলার আকোটের চর ইউনিয়নের সরদার ডাঙ্গী গ্রামের আলিমুদ্দিন শেখের দুই পুত্র হাবিব শেখ (৪৬) ও আক্কাস শেখের (৪২) মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল (২৬ এপ্রিল) বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে, এসময় হাবিবের স্ত্রী হামিদা বেগম (৩৮) তাদেরকে ফেরাতে আসলে ছোটভাই আক্কাস শেখ তাকে বেধড়ক মারপিট সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে অভিমান করে হামিদা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।
এ ঘটনায় বড়ভাই হাবিব শেখ বাদি হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগে হাবিব শেখ বলেন, আমার ছোটভাই আক্কাস আমাকে দীর্ঘদিন ধরে আমার বিভিন্ন কর্মকান্ডে বাঁধার সৃষ্টি করে আসছে। এরই এক পর্যায়ে গতকাল আমার বাড়ির ফার্মের মুরগী বিক্রির জন্য এলাকায় মাইকিং করলে সে ক্ষিপ্ত হয়। সে আমার পার্শ্ববর্তী বাড়ির ভগ্নিপতি মোতালেব বেপারীকে সাথে নিয়ে আমার উপর হামলা চালায় ও আমার স্ত্রীকে মারপিট করে। এতে সে অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এ ঘটনায় অভিযুক্ত আক্কাস শেখের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এসআই ইলিয়াস হোসেন বলেন, বিষয়টি শুনেছি, তাদের থানায় অভিযোগ দেওয়ার কথা এখনো তারা থানায় অভিযোগ জমা দেয়নি।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।