নগরকান্দায় যুবকের আত্মহত্যা

বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় বিষ (কীটনাশক) পান করে সাগর মোল্লা (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে জানাগেছে ।
সাগর মোল্লা নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চরছাগলদী গ্রামের আরব আলী মোল্লার ছেলে।
সাগর মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয় বলে জানাগেছে।
স্থানীয়রা জানান, সাগর মোল্লা বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে ঘরে থাকা বিষ (কীটনাশক) পান করে। এক পর্যায়ে সে বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে। সাগরের আত্মচিকিৎকারে তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাতেই নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই সাগরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে নগরকান্দা হাসপাতাল কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার জন্য সাগরকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার সময়, পথেই সাগর মোল্লার মৃত্যু হয়। তবে কি কারনে সে বিষ পান করেছে, সে বিষয়ে তথ্য এখনও জানা সম্ভব হয়নি।
নগরকান্দা থানা ভারপ্রাপ্ত মিরাজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।