সালথায় ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ রমজান শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উক্ত সংগঠনের আয়োজনে ইউসুফদিয়া আব্দুল আলীম ও নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সংগঠনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ মাসরুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন আলোকসহ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এছাড়া ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে এই ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ মাসুম বিল্লাহ।