বাংলাদেশ প্রেসক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার ইফতার মাহ্ফিল সম্পন্ন
1 min readরাকিব হোসেনঃ
ফরিদপুরের চরভদ্রাসনে কর্মরত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার উদ্যােগে পরিচিতি ও ইফতার মাহ্ফিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপজেলা সদরের আশরাফ প্লাজার নিচ তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার প্রতিষ্ঠাতা-সভাপতি মনির হোসেন পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- চরভদ্রাসনের কৃতি সন্তান খুলনা প্রাথমিক শিক্ষা কার্যালয় এর বিভাগীয় উপপরিচালক মোঃ মোসলেম উদ্দিন, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. সেলিম রেজা, উপপরিদর্শক মো. কামরুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মামুন মিঞা, যুগ্নসাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ও কার্যনির্বাহী সদস্য সুপ্রসাধ দাস।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান পান্নু, সহসভাপতি মো. রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।