January 19, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

ফরিদপুরে ঈশান ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী‌দের ইফতার ও দোয়া মাহফিল

1 min read

সাগর বিশ্বাসঃ

ফরিদপুর সদর উপজেলার ঈশান ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে ঈশান ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীর সমন্বয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও ঈশান ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব শহিদুল ইসলাম মজনু , উপস্থিত ছিলেন ঈশান ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে এম ইউসুফ আলী ও সকল ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীগণ ।
ইফতারে অংশ নেওয়া এস,এস,সি ২০০০ ব্যাচের শিক্ষার্থী আরিফ রহমান বলেন, ‘মাহে রমজান ঘিরে প্রতিবছর ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে একরকমের উৎসাহ-উদ্দীপনা কাজ করে থাকে। সেই উৎসাহ-উদ্দীপনা থেকেই আমরা সকল ব্যাচ মিলে স্কুল মাঠে ইফতারের আয়োজন করে। এই আয়োজনে মুসলিম শিক্ষার্থী ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও উপস্থিত হওয়ায় পরিবেশটা আরও মনোমুগ্ধকর হয়ে উঠে। যা আমাকে সত্যি মুগ্ধ করেছে এবং সত্যি আমার জীবনের প্রথম এমন আনন্দ মুহূর্ত উপভোগ করলাম। আর এভাবেই আমাদের দেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে প্রত্যাশা করি।
এমন সময় বারবার ফিরে আসুক আর গড়ে উঠুক আমাদের একতার মেলবন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.