সালথায় “নগরকান্দা-সালথা সোশ্যাল সোসাইটি”র ইফতার বিতরণ
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ঢাকাস্থ “নগরকান্দা- সালথা সোশ্যাল সোসাইটি”র পক্ষ থেকে ফরিদপুরের সালথায় অসহায় দুঃস্থ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সংগঠনটির নিজস্ব অর্থায়নে বুধবার (১৯ এপ্রিল) বিকালে সালথা সদর বাজারের বিভিন্ন স্থানে ৫ শতাধিক অসহায় দুঃস্থ পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় নগরকান্দা-সালথা সোশ্যাল সোসাইটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসিফ মাহাবুব আকাশ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু মুছাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে খোলা পিকআপে করে অসহায় দুঃস্থ পথচারীদের হাতে ইফতার তুলে দেন।
সাধারণ সম্পাদক তাজুল ইসলাম জানান, ‘সময়ের মূল্যায়ন, সমাজের উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে আমরা অসহায় দুস্থ পথচারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।
সাংগঠনিক সম্পাদক আসিফ মাহাবুব আকাশ সাংবাদিকদের জানান, আমাদের এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সামাজিক ও উন্নয়ন মূলক কাজে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানো। তারই ধারাবাহিকতায় আজকে সালথা উপজেলার বিভিন্ন স্থানে “নগরকান্দা-সালথা সোশ্যাল সোসাইটি”র পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয় এবং আগামীকাল নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হবে। ভবিষ্যতে এধরণের সামাজিক কাজসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।