October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফ‌রিদপু‌রের সালথায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সালথা উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সালথা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা রবিউল আলম, মোঃ শাহজাহান মোল্লা প্রমূখ। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি‌দের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দসহ সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া প‌রিচালনা ক‌রেন মওলানা এসকেন্দার আ‌লী।

এর আ‌গে আ‌লোচনা সভায় উপ‌জেলা পর্যা‌য়ে প্রাথ‌মিক শিক্ষার গুনগত মান বাড়া‌তে শিক্ষক‌দের ভুমিকা নি‌য়ে আ‌লোচনা করা হয়। এছাড়‌া শিক্ষকগণ তা‌দের বি‌ভিন্ন সমস‌্যা ও সমাধা‌নের বিষয়‌ নি‌য়ে আ‌লোচনা ক‌রেন। এর পর দেশ ও জা‌তির মঙ্গল কামনা ক‌রে দোয়া করা হয়। ইফতা‌র ও দোয়া মাহ‌ফি‌লের কার‌নে শিক্ষকদের মা‌ঝে সম্প্রতি বাড়‌বে এবং কা‌জের প্রতি আরও দা‌য়িত্বশীল হ‌বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.