সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের পাশে মেজর (অবঃ) আতমা হালিম
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া এলাকায় গত শুক্রবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে আগুনে পুড়ে সর্বস্ব শেষ হয়ে যায় এক ভিক্ষুকসহ চার দিনমজুরের বসতবাড়ি। খবর পেয়ে সালথা ও নগরকান্দা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও প্রায় সব শেষ তয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ভিক্ষুক কৈতুরী বেগমসহ দিনমজুর হাবিবুর রহমান, জাফর মোল্যা, জিল্লু শেখ ও আবুল খায়েরের পাঁচটি টিনের বসতঘর ও তিনটি রান্নাঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এসব অসহায় ক্ষতিগ্রস্থ্যরা। আকাশের দিকে তাকিয়ে দেখা ছাড়া আর কোন পথ নেই যেন তাদের।
পবিত্র ঈদ-উল-ফিতর কে সামনে রেখে অগ্নিকান্ডের খবর পেয়ে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে ছুটে যান এবং অসহায়দের পাশে দাড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, নিবেদিত প্রাণ আওয়ামীলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মেজর (অবঃ) আতমা হালিম দুলু।
এসময় মেজর (অবঃ) আতমা হালিম ক্ষতিগ্রস্থ্য ৮টি পরিবারের মাঝে নতুন ঘর নির্মানের জন্য এক ব্যান্ডেল করে ঢেউটিন, ঈদ উপহার নতুন শাড়ি-লুঙ্গী, চাল, ডাল, আটা, চিনি, তেল, দুধ, চিনি, সেমাই, পোলার চাউল ও নগদ অর্থ বিতরণ করেন। এরপর তিনি মাঝারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হামিদের বাড়িতে যান এবং তার খোজ খবর নেন। এছাড়াও তিনি মাঝারদিয়া ঈদগাহ্ মাদ্রাসার ও এতিমখানার উন্নয়ন কল্পে নগদ অর্থ প্রদান করেন।
এসময় মেজর (অবঃ) আতমা হালিম বলেন, আমার এলাকার সাধারণ মানুষ কষ্টে থাকবে আর আমি আনন্দে ঈদ করবো তা হবে না। আমার সাধ্যমত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের পাশে দাড়িয়েছি। সমাজে আপনারা যারা বিত্তবান আছেন তাড়াও কিছু করেন। অসহায় মানুষের জন্য আমার ঈদ উপহার ও সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আসন্ন সংসদ নির্বাচনে আপনারা উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা কে অব্যাহত রাখবেন। সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।
এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (লুলু), রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, সাবেক উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা ফারুক হোসেন, রামকান্তপুর ইউপি সদস্য সৈয়দ মাতুব্বর, কবির হোসেন খান, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, যুবলীগ নেতা রাসেল খাঁন, ইয়ার মাহমুদ প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।