নগরকান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যদের পাশে মেজর (অবঃ) আতমা হালিম
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল ফিতর কে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় অসহায়দের পাশে দাড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, নিবেদিত প্রাণ আওয়ামীলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মেজর (অবঃ) আতমা হালিম দুলু।
প্রায় সপ্তাহ খানেক আগে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত তোফাজ্জেল মোল্যার পুত্র মান্দার মোল্যার বসতঘর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য হয়। প্রায় সব কিছুই আগুনে পুড়ে যায়। শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুময়া নতুন ঘর নির্মানের জন্য মেজর (অবঃ) আতমা হালিম মান্দার মোল্যাকে নতুন টিন প্রদান করেন। এছাড়া তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ঐ পারিবার ও স্থানীয় অসহায়দের মাঝে ঈদের উপহার নতুন কাপড় বিতরণ করেন।
এসময় মেজর (অবঃ) আতমা হালিম (দুলু) বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে ভাল লাগে। শেখ হাসিনার নতুন রুপকল্প স্মার্ট বাংলাদেশ আর বেশি দুরে নয়। আমরা আশা করছি শেখ হাসিনার নেতৃত্বে খুব দ্রুতই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোট দিবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (লুলু), নগরকান্দা পৌরসভার ওয়ার্ড কমিশনার কাউসার হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা ফারুক হোসেন, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নগরকান্দা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেন মিয়া, যুবলীগ নেতা রাসেল খাঁন, ইয়ার মাহমুদ প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।