January 19, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথার সোনাপু‌রে অসহায়‌দের মাঝে মেজর (অবঃ) হা‌লি‌মের ঈদ উপহার বিতরণ

1 min read

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফ‌রিদপু‌রের সালথায় অসহায় হত দ‌রিদ্র মানু‌ষের মা‌ঝে ঈ‌দের উপহার হি‌সে‌বে নতুন কাপড় তু‌লে দি‌য়ে‌ছেন, বি‌শিষ্ট শিল্পপ‌তি ও ব‌্যবসায়ী, নি‌বে‌দিত প্রাণ আওয়ামীলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফ‌রিদপুর জেলা আওয়ামীলী‌গের উপ‌দেষ্টা সদস‌্য মেজর (অবঃ) আতমা হালিম দুলু।

বৃহস্প‌তিবার (১৩ এ‌প্রিল) উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের রংরা‌য়েরকা‌ন্দি এলাকায় উপ‌জেলা যুবলী‌গের সদস‌্য সোহেল মোল‌্যার বা‌ড়ি‌তে এই ইফতার মাহ‌ফিল শে‌ষে ঈদ উপহার হি‌সে‌বে তি‌নি নতুন কাপড় বিতরণ ক‌রেন। এর আ‌গে ইফতার মাহ‌ফি‌লে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও তার প‌রিবার এবং দেশ ও জা‌তির মঙ্গল কামনা ক‌রে দোয়া করা হয়।

মেজর (অবঃ) আতমা হালিম এসময় ব‌লেন, জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দে‌খে‌ছেন শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে আমরা সেই সোনার বাংলা নির্মাণ কর‌বো। স্ব‌প্নের পদ্মা সেতু, মে‌ট্রো‌রেল, কর্ণফুলী ট‌্যা‌নেল, রুপপুর পারমান‌বিক বিদ‌্যুৎ কেন্দ্র এখন বাস্ত‌বে রুপ নি‌য়ে‌ছে। দে‌শের সর্বত্রই ডি‌জিটা‌লের ছোয়া।

তি‌নি আরও ব‌লেন, আমরা আশা কর‌ছি শেখ হা‌সিনার নতুন রুপকল্প স্মার্ট বাংলা‌দেশ আর বে‌শি দু‌রে নয়। আমরা শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে খুব দ্রুতই স্মার্ট বাংলা‌দে‌শ গ‌ড়ে তুলবো। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী, গণত‌ন্ত্রের মানসকন‌্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার জন‌্য দোয়া কর‌বেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে উন্নয়‌নের প্রতিক নৌকা মার্কায় ভোট দি‌বেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মোঃ ও‌হিদুজ্জামান, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (লুলু), রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, রামকান্তপুর ইউ‌পি সদস‌্য সৈয়দ মাতুব্বর, ক‌বির হো‌সেন খান, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, যুবলীগ নেতা রাসেল খাঁন, ইয়ার মাহমুদ প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.