নগরকান্দায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন কাজী আব্দুস সোবহান
1 min read
ফরিদপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় অসহায় হত দরিদ্র মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালবাসার ঈদ উপহার পৌছে দিয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান।
বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার শশা এলাকায় কাজী আব্দুস সোবহানের নিজ বাড়িতে ভালবাসার ঈদ উপহার হিসেবে অসহায়দের মাঝে নতুন বস্ত্র তুলে দেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা কাজী আমান, যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী সুমন, কাজী রাজু, উপজেলা ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীর প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন কাপর নিতে আসা কয়েকজনের সাথে কথা হলে তারা জানায়, এই ঈদে কেউ আমাদের কোন খোজ খবর নেয় নাই, কাজী সাহেব আমাদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী তুলে দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। বিভিন্ন সময়ে বিপদে আপদে তিনি সব সময় আমাদের পাশে থাকেন। আমরা তার জন্য দোয়া করি।
রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভালবাসার ঈদ উপহার আমি অসহায়দের মাঝে তুলে দিলাম। আপনারা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, এছাড়াও আপনারা আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরকান্দা ও সালথা উপজেলা এবং কৃষ্ণপুর ইউনিয়নের অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ভালবাসার উপহার বিতরণ চলমান থাকবে।