নগরকান্দায় মোরাদ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি লাবু চৌধুরী
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় মোরাদ বাহিনীর হামলায় ভাংচুরকৃত বাড়ী ঘর পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। বুধবার বিকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নেয় এবং তাদের সান্তনা দেন। পরে ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামের আয়োজনে এক শান্তি সমাবেশে যোগদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, ভাইস চেয়ারম্যান চুন্নু শেখসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ৯ এপ্রিল দিবাগত রাতে ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামের ফারুক শেখ সহ ১৫ টি বাড়ীতে হামলা চালায় মোরাদ বাহিনী। এ হামলায় ১০ জন আহত হয়। ১৫টি বসত বাড়ী দুইটি মাইক্রোবাস দুইটি মোটরসাইকেল ভাংচুর করে।