নগরকান্দায় ব্যাবসায়ীদের মাঝে ডিলিং লাইসেন্স বিতরণ
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় অন দ্যা স্পটে ব্যাবসায়ীদের মাঝে ডিলিং লাইসেন্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তালমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে ৫ শত ব্যবসায়ীর মাঝে এ ডিলিং লাইসেন্স বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইসেন্স বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, এনডিসি মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, তালমা বাজার বণিক সমিতির সভাপতি সিরাজ খলিফা, যুবলীগ নেতা রনি খলিফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।