সালথায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল আহসান
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূল কর্মকান্ড ও কয়েকটি কাজের উদ্ধোধন করলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)। সোমবার (১০ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন।
উপজেলা পরিষদ প্রঙ্গনে বেলা ১১টার দিকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২০জন দরিদ্র মৎস্যজীবীকে ৪০টি ছাগল, ছাগলের ঘর ও ঔষধ এবং ৪০জন জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করেন। এরপর মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুট্টি গ্রামে মাছের অভয়াশ্রম নির্মাণের জন্য নদী পুনঃখনন কাজের উদ্ধোধন করেন। ফেরার পথে মাঝারদিয়া বাতাগ্রাম আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন তিনি। এসময় স্বপ্ননীড়ে বসবাসকারীদের খোজ খবর নেন, এর আগে তিনি আশ্রয়ণ প্রকল্পে পৌছলে আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগিরা জেলা প্রশাসক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বেলা ২টার দিকে রামকান্তপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সুধীজন ও গ্ৰাম পুলিশ সদস্যদের সাথে মতমিনিময় সভা করেন। এর আগে তিনি রামকান্তপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোজখবর নেন। রামকান্তপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মীমের সাথে কথা বলেন, এ সময় তিনি তার পড়াশোনা ও পরিবারের খোঁজখবর নেন ও শুভেচ্ছাস্বরুপ তাকে ফুল ও চকলেট উপহার দেন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, প্রাম পুলিশ, সুধীজন, স্থানীয় সাংবাদিক বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।