নগরকান্দায় কৃষক দলের আয়োজনে কর্মি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ কৃষক দলের পৌর শাখার আয়োজনে কর্মি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে পৌরসভাধীন করপাড়া আল মাদ্রাসা দারুল হুদা মাঠে কর্মি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১০ দফা দাবিতে এবং সাংগঠনিক কার্যক্রক গতিশীল করার লক্ষে কর্মি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর কৃষক দলের সভাপতি জাহিদুল ইসলাম অনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর জিয়াউর রহমান, ফরিদপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন , জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন মোল্যা, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন ইয়াদ, জেলা কৃষক দলের যুগ্ন- সম্পাদক মঈন হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান হারেছ হোসেন মোল্যা, বিএনপি নেতা আইয়ুব মুন্সী, মনিরুজ্জামান মনির, সাজ্জাদ কুমকুম , হাফিজুর রহমান মুন্নু, আলমগীর হোসেন, যুবদল নেতা জাহিদ হোসেন জাহিদ, তালুকদার মোরাদ হোসেন, সিরাজুল ইসলাম মুন্সী, নাজমুল হোসেন, মুক্তো মিয়া, কলেজ ছাত্রদলের সভাপতি মাহিম হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল বলেন, এই সরকারের অধিনে বিএনপি কোন ধরনের নির্বাচনে অংশ গ্রহন করবেনা, নিঃশর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। পরে পৌর সভার কৃষক দলের ১নং ওয়ার্ডের সভাপতি সেলিম মোল্যা, ২ নং ওয়ার্ডের আহ্বায়ক সাহেব মিয়া, ২নং ওয়ার্ডে সদস্য সচিব হাফিজুর রহমানের নাম ঘোষনা করা হয়।