নগরকান্দায় গ্রামবাসিদের নিয়ে কাজী আব্দুস সোবহানের ইফতার মাহফিল
1 min readফরিদপুর প্রতিনিধিঃ
মানবতার ফেরিওয়ালা খ্যাত, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান তার গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার শশা গামে গ্রামবাসিদের সাথে নিয়ে ইফতার মাহফিল করেছেন। শুক্রবার (৩১ মার্চ) শশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রায় সহস্রাধিক রোজাদার অংশগ্রহণ করেন।
স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, কাজী আব্দুস সোবহান আমাদের গ্রাম তথা ফদিপুরের গর্ব। প্রতিবছর তিনি আমাদের সাথে ইফতার করেন, আমাদের বিপদ আপদে সব সময় আমাদের পাশে থাকেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ কাজী সাহেব কে আরও বড় করুক। এসময় গ্রামবাসির পক্ষ থেকে বিদ্যালয়ের মাঠ ভরাট ও সমপ্রসারিত করার দাবি করা হয়।
এসময় কাজী আব্দুস সোবহান বলেন, আল্লাহুকে সন্তুষ্টির জন্যই এই ইফতারের আয়োজন, তাছাড়া আমার পিতা-মাতার রুহের মাগফেরাত কামনা এবং এই গ্রামবাসীর হক রয়েছে এই ইফতারের প্রতি, তাই এই আয়োজন করেছি। ইফতার আয়োজনে সকল সেচ্ছাসেবক ও গ্রামবাসিদের ধন্যবাদ জানাই। গ্রামের সবাইকে নিয়ে বিদ্যালয়ের মাঠ দ্রুত ভরাটের ব্যবস্থা করবো। মানুষের কল্যাণে আমি সব সময় কাজ করে যাবো, ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, শশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তালুকদার, যুবলীগ নেতা শেখ জাহিদ, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীর, ইউপি সদস্য কাইয়ুম কাজী প্রমূখ। এছাড়াও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বয়োবৃদ্ধরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী জাফর আহম্মদ।