সালথায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জন সচেতনতা মূলক সভা
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে ফরিদপুর জেলার চালকল, চাল ব্যবসায়ী, মিল মালিক ও পাট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে ফরিদপুরের সালথায় জন সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা ও পাট অধিদপ্তর ফরিদপুরের আয়োজনে সোমবার (২৭ মার্চ) বেণা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তুরাজ হোসেন, জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিচালক মোঃ মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু প্রমূখ। অনুষ্টানটি পরিচালনা করেন উপ সহকারী পাট কর্মকর্তা আব্দুল বারী।
জন সচেতনতা মূলক সভায় বক্তারা, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ ও আইন বাস্তবায়নে করনীয় নিয়ে আলোচনা করেন পাশাপাশি সকল ব্যবসায়ী ও মিল মালিকদের পাটজাত মোড়কের ব্যবহার করতে পরামর্শ দেন।