October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

স্বাধীনতা দিব‌সে আ:লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির শ্রদ্ধা নি‌বেদন

1 min read

বি‌শেষ প্রতি‌নি‌ধিঃ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উপল‌ক্ষে ধানম‌ন্ডির ৩২ নম্ব‌রে অব‌স্থিত জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে ফুল দি‌য়ে শ্রদ্ধা নি‌বেদন ক‌রে‌ছে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির নেতৃবৃন্দ। ২৬শে মার্চ সকা‌লে র‌্যালী নি‌য়ে ধানম‌ন্ডির ৩২ নম্ব‌রে উপ‌স্থিত হ‌য়ে নেতা কর্মীরা শ্রদ্ধা নি‌বেদন ক‌রে।

এসময় অন‌্যান‌্যদের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস‌্য মাননীয় সাংসদ শামছুন নাহার, সা‌বেক আই জি‌পি ড. বি রহমান, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফ‌রিদপুর জেলা আওয়ামীলী‌গের উপ‌দেষ্টা সদস‌্য মেজর (অবঃ) আতমা হালিম দুলু, মামুন মজুমদার, ল্যাফটেন্যান্ট কর্নেল (অব:) রমজান আলী সরকার, মেজর (অব:) ড. এ হাফিজ, গাজি দেলোয়ার হোসেন, ওবায়দুল হক প্রমুখ।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি সদস‌্য বৃন্দ জা‌তির জনক বঙ্গবন্ধ শেখ মু‌জিবুর রহমান ও মু‌ক্তিযুদ্ধ নি‌য়ে আ‌লোচনা ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.