স্বাধীনতা দিবসে আ:লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির শ্রদ্ধা নিবেদন
1 min readবিশেষ প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির নেতৃবৃন্দ। ২৬শে মার্চ সকালে র্যালী নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে উপস্থিত হয়ে নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মাননীয় সাংসদ শামছুন নাহার, সাবেক আই জিপি ড. বি রহমান, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মেজর (অবঃ) আতমা হালিম দুলু, মামুন মজুমদার, ল্যাফটেন্যান্ট কর্নেল (অব:) রমজান আলী সরকার, মেজর (অব:) ড. এ হাফিজ, গাজি দেলোয়ার হোসেন, ওবায়দুল হক প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি সদস্য বৃন্দ জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন।