October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

মাহে রমজান উপলক্ষে আলফাডাঙ্গায় ইউপি সদস্য সিরাজু‌লের ইফতার সামগ্রী বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপূর)রপ্রতিনিধিঃ

মাহে রমজান মাস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বূড়াইচ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম তার নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২৩মার্চ ) বিকালে ১৫০ জন বয়স্ক নারী–পুরষকে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতারণ করেন তিনি।

উপজেলার পাকুড়িয়া গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি দুই কেজি ছোলা, দুই কেজি চিড়া, দুই কেজি চিনি, এক কেজি খেজুর,  দুই কে‌জি তেল, ৫০০ গ্রাম ওজনের অরেঞ্জ ড্রিংকস পাউডার।

খাদ্য সাগ্রহী গ্রহণকারী ব্যক্তিরা বলেন, রোজা শুরুর আগেই ইফতারের জিনিস পেয়েছি। গত বছরও রোজার আগেই সব দিছে এইবারও আগেই পাইলাম।’ আল্লাহ যেন সিরাজ বাবার মঙ্গল করূক। ইউপি সদস্য সিরাজ বলেন, অসহায় মানুষের সেবা আজীবন যেন তাদের সেবার কার্যক্রম সর্বদা অব্যাহত রাখতে পারি এটাই আমার একান্ত কাম্য। আপনারা আমার জন‌্য দোয়া কর‌বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.