নগরকান্দা উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা

বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চুতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রধান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সারাদেশের ৭ জেলা এবং ১৫৯ টি উপজেলায় মোট ৩৯,৩৬৫টি ঘর প্রদান করে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন।
এরই ধারাবাহিকতায় নগরকান্দা উপজেলায় ৪৪৫ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ দিয়ে পূর্নবাসিত করা হয়েছে।
উপজেলা হলরুমে প্রধান মন্ত্রীর ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবীর,বিভিন্ন দপ্তর প্রধান গুণ,সুবিধাভোগী আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে শিল্পকলার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।