সালথায় বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বীজ ও সার বিতরণ করা।
কৃষকদের মাঝে ধানের বীজ ও সার তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার মো আক্তার হোসেন শাহিন। এসময় আরও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, সহকারী কমিশনার ভূমি মো: সালাহউদ্দিন আইয়ূবী, মৎস্য অফিসার রাজীব রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তুরাজসহ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এ সময় মোট১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি ব্রি ধান-৪৮ এর বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার প্রদান করা হয়।