March 18, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

নগরকান্দায় প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

1 min read

বেলায়েত হোসেন লিটনঃ

নগরকান্দায় আশ্রায়ণ- ২ প্রকল্পের আওতায় পুনর্বাসিত ৪৪৫ টি পরিবার সম্পর্কে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের প্রতিনিধি হিসেবে  তিনি সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আশ্রায়ণ -২ প্রকল্পে সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি প্রশিক্ষনের মাধ্যমে আশ্রায়ণ প্রকল্পে বসবাসকৃত অসহায় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলা, দেশের আর্থসামাজিক পরিবর্তন ঘটিয়ে জন সম্পদে পরিনত করা, বেকারত্ব দুর করে সাবলম্বী করে তোলার লক্ষে নগরকান্দা আশ্রায়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারদের মাঝে বিভিন্ন সরকারি কর্মসূচীর মাধ্যমে ৪৪৫ টি পরিবারের ৪৪৫ জন প্রশিক্ষনার্থীকে ১৩ টি ব্যাচে প্রশিক্ষন দেওয়া হবে। মুজিববর্ষে  বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। প্রধান মন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে সেমিপাকা একক গৃহ নির্মাণের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির,  সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ,  সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি বোরহান আনিস, দৈনিক মানবজমিন প্রতিনিধি লিয়াকত হোসেন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকীব, দৈনিক জনতা প্রতিনিধি মিজানুর রহমান, ফাল্গুনী টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টুসহ অন্যান্ন সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.