নগরকান্দায় পুকুর হতে পানি উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ – আহত ৮
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় পুকুর হতে পানি উত্তোলন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কম পক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানাগেছে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামের আনোয়ার হোসেন তার বাড়ীতে ডিপটিউবয়েল স্থাপন করার জন্য প্রতিবেশি বাচ্চু মাতুব্বরের পুকুর হতে পানি নেওয়ার জন্য পাইপ স্থাপন করতে গেলে বাচ্চু মাতুব্বর তাতে বাধা দিলে দুজনের মধ্যে কথা কাটাকটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে রুপ নেয়।
এসময় দেশীয় অস্ত্র দিয়ে উভয় পক্ষের লোকজন প্রতিপক্ষের লোকজনকে কুপালে কমপক্ষে ৮ জন আহত হয়।
আতদেরকে নগরকান্দা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ফারুক নামের একজনের তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে, তার অবস্থা আশংকাজনক, এছাড়া রাজীব ও সজীব নামের দুজনসহ মোট আটজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। এঘটনায় বুধবার মামলার প্রস্তুতি চলছিলো।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন এখনও মামলা হয়নি। তদন্ত পুর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।