সালথায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে ৭ই মার্চ মঙ্গলবার দিনব্যাপী নানা অনুষ্ঠান ছিল চোখে পরার মত। দিনের শুরুতে উপজেলা চত্তরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বাংলাদেশ আওয়ামীলীগ সালথা উপজেলা শাখা, বাংলাদেশ পুলিশ সালথা থানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সালথা ইউনিট, অফিসার্স ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সালথা প্রেসক্লাব, উপজেলা কৃষি অফিস, উপজেলা স্বাস্থ্য প্রশাসন, উপজেলা যুবলীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা সেচ্ছাসেবকলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠান উপভোগ শেষে উপজেলা পরিষদ সমেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর স্কুল কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, জেলা পরিষদের সদস্য নুর আহম্মেদ তোতা মিয়া, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্যা, উপজেলা যুবলীগ নেতা বাদল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত হয়।